আগে আমার বসবাস করার মতো ঘর ছিল না। কোনো মতে ছন-খড় দিয়ে ছাপরা বানিয়ে মাইয়া পোলা নিয়ে থাকতাম। পৈত্রিকসূত্রে পাওয়া স্থানীয় ৩ কড়া জমিতে বাড়ী। পরের জমিতে দিনমজুরের কাজ করে খাবার জোগার হয়। ঘর বানানো টাকা থাকে না। শীতকালে ঠান্ডায় কাপাকাপি আর গরমকালে ঝড় বৃষ্টিতে ভেজা। এই ভাবে চলতো আমাদের জীবন। সরকারের দেয়া এই ঘরখানা পাইয়া আমার যে কত ভালো হয়েছে তা বলে আপনাদের বুঝাতে পারবো না। জীবনের শেষ বয়সে মনে হয় একটু সুখের মুখ দেখছি। আর কিছু না হোক কনকনে ঠান্ডা আর ঝড়-বৃষ্টির থেইকাতো রেহাই পাব।
এসব কথা বলতে বলতে চোখের পানি ধরে রাখতে পারেনি ষাটোর্ধ বয়সী পটুয়াখালীর দশমিনা উপজেলার যৌতা গ্রামের মৃত ছত্তার প্যাদার ছেলে মোঃ আলমগীর প্যাদার স্ত্রী ডালিম বিবি। তিনি নতুন টিন দিয়ে তৈরি ঘরের চাবি হাতে পেয়ে বর্তমান সরকার প্রধান শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। এ সময় ওই স্থানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা ঘটে।
শুধু যে ডালিম বিবি তা নয় এ ধরনের অনুভুতি ওই এলাকার একই পাড়ার খেঁটে খাওয়া মোশারেফ, সোহেল, চরবোরহানের প্রতিবন্ধী সাজেদা, বেতাগীর অনীল, চর ঘুনির ঈমাম সিকদার, পূর্ব আলীপুরার জেলে আল-আমিন, বাঁশবাড়িয়ার স্বামী পরিত্যাক্তা সালমা, দশমিনার রিক্সাচালক শুক্কুর, খলিশাখালীর দিনমজুর জসিমদের মতো অনেকেরই। তারা বলেন, আমাদের বসবাস করার মতো ভালো একটি ঘর ছিল না। সরকার আমাদের একটি ঘর দিয়েছে, ছেলেমেয়ে নিয়ে শান্তিতে বসবাস করতে পারব। আর এ জন্য আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। দোয়া করি তিনি যেন দীর্ঘদিন বেঁচে থাকেন এবং তাঁর দল যেন আবারও ক্ষমতায় এসে দেশের গরিব মানুষদের এভাবে সাহায্য সহযোগীতা করেন।
দশমিনা উপজেলা নির্বাহী অফিসার শ্রভ্রা দাস সাংবাদিকদের জানিয়েছেন, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গৃহহীনদের জন্য গৃহনির্মাণ প্রকল্পটিকে ক, খ, গ তিনভাগে ভাগ করা হয়েছে। সে অনুযায়ী প্রথমত  'যার জমি আছে ঘর নেই তার নিজ জমিতে গৃহনির্মাণ' প্রকল্পের আওতায় দশমিনা উপজেলায় প্রায় দেড় হাজার পরিবারের চাহিদা প্রেরণ করা হয়েছিল। এর মধ্যে ৪৬৭টি ঘরের বরাদ্দ পেয়ে ইতিমধ্যে উপজেলার ৭টি ইউনিয়নে ২৩০টি ঘর নির্মাণ সম্পন্ন করেছে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স মা এন্টারপ্রাইজ। নির্মিত ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে। এছাড়াও ঘর উত্তোলনের মতো জমি নেই এমন পরিবারের জন্য আশ্রয়ণ কেন্দ্রে পূনর্বাসন কাজ হরা হবে। জাতীর জনক কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত সবার জন্য বাসস্থান তৈরীর লক্ষে আলহাজ¦ আ.খ.ম জাহাঙ্গীর হোসাইন এমপি মহোদয় দশমিনায় আর একটি পরিবারও গৃহহীন থাকবেনা ঘোষণা দিয়েছেন।

 
Top