বিশ্বের বিভিন্ন দেশে কোটিরও বেশি প্রবাসী বিভিন্ন পেশায় কর্মরত রয়েছে পরিবারের স্বচ্ছলতা ফেরাতে রাত দিন কঠোর পরিশ্রম করে যাচ্ছেন এই প্রবাসীরা তাদের প্রত্যেকের কাছেই রয়েছে এণ্ড্রয়েড মোবাইল সাম্প্রতিক সময়ে এই মোবাইলে অনাকাঙ্খিত ফোন দিয়ে নানাভাবে প্রতারণা করছে একটি চক্র সহজ সরল প্রবাসীরা এই ফাঁদে পড়ে সর্বস্ব হারাচ্ছেন বিশেষ করে সৌদি আরব, কুয়েত, কাতার, আরব আমিরাতসহ অনেক দেশের প্রবাসীদের সঙ্গে এই প্রতারণা করা হচ্ছে
কমন কিছু প্রতারণা হচ্ছে মোবাইল ফোনে লটারি পাওয়ার মেসেজ পাঠিয়ে তাদের কাছে টাকা পাঠাতে বলা হয় তারপর,কিছু মেয়ে নামধারী ফেইক ফেইসবুক এবং ইমো আইডি থেকে প্রবাসী ভাইদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে ফাঁদ তৈরি করে অনেক সময় লাইভে এসে বলে তোমার খালি গায়ের ছবি দেখাও পরে উল্টো-পাল্টা ভিডিও রেকর্ড করে বলে, তোমার সব বন্ধুদের এসব ভিডিও পাঠাবো, বাঁচতে চাইলে কিছু টাকা পাঠাও অথবা মেয়ে আইডি থেকে দেয়া হয় খারাপ কাজ করার অফার এটা ইদানিং বেশী হচ্ছে অনেক ফেইক মেয়ে আইডি থেকে কয়েকদিন ভালোভালো কথা বলার পর একসময় বলা হয়, কিছু টাকা ধার হিসেবে পাঠানো যাবে? টাকা দেয়ার পর ওই প্রবাসীকে ব্লক করে দেয়া হয়এছাড়া আরো নানাভাবে প্রতারণা করা হচ্ছে অনেকদি থেকেই
তবে সব ছাপিয়ে এবার প্রবাসীদের সঙ্গে করা নতুন এক প্রতারণার সন্ধান পাওয়া গেছে যেখানে প্রবাসীর নাম্বারে কল করে চাওয়া হচ্ছে তার আকামা নাম্বার, ব্যাংক একাউন্ট নাম্বারসহ গুরুত্বপূর্ণ তথ্য সম্প্রতি সৌদি আরবের এনসিবি ব্যাংকের নাম করে প্রচুর প্রবাসীর কাছে ইমু থেকে ফোন করে তাদের আকামা নাম্বার চাওয়া হয়েছে প্রতারকরা মূলত এসব গুরুত্বপূর্ণ নাম্বার নিয়ে বড় ধরনের প্রতারণা করে, এমনকি তাদের একাউন্ট থেকে পর্যন্ত অর্থ উত্তলোন করে ফেলে

 
Top