মধ্যরাতে মিসাইল যুদ্ধ হয়ে গেল সৌদি আরবের আকাশে ইয়েমেন থেকে পরপর ছোঁড়া হল মিসাইল আর সেই মিসাইল মাঝ আকাশেই ধ্বংস করে দিল সৌদি আরব গত কয়েক মাসে এইভাবে একাধিকবার মিসাইল হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা
রবিবার রাতে পরপর ছয়টি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে সৌদি সরকারি সংবাদমাধ্যমএখবারিয়া টেলিভিশনসূত্রে খবর, রিয়াদের উপর একাধিক মিসাইল হামলা চালায় ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা তবে সবকটি মিসাইল মাঝ আকাশেই নষ্ট করে দেওয়া হয় এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই
হুথি সংবাদমাধ্যমআল মাসিরারিয়াদের এই দাবি উড়িয়ে দিয়েছে তাদের দাবি সৌদিতে এই হামলা সফল হয়েছে রিয়াদে প্রতিরক্ষা মন্ত্রণালয়-সহ একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় আঘাত হানা হয়েছে বলেও দাবি করেছে হুথিরা
দীর্ঘদিন ধরেই ইয়েমেনে সরকারের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে শিয়া সম্প্রদায়ের হুথি বিদ্রোহীরা তাদের সমর্থন দিচ্ছে শিয়া প্রধান দেশ ইরান অপরদিকে ইয়েমেনের সমর্থনে লড়াই চালাচ্ছে সুন্নি প্রধান সৌদি আরব হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে যৌথবাহিনীর নেতৃত্ব দিচ্ছে সৌদি আরবের সেনাবাহিনী ফলে বেশ কয়েকবার রিয়াদকে লক্ষ্য করে মিসাইল হামলা চালিয়েছে হুথিরা এর আগেও ইয়েমেন-আরব সীমান্তের পার্শ্ববর্তী শহর জাজান নাজরানে মিসাইল হামলা চালায় হুথি যোদ্ধারা
উল্লেখ্য, ২০১৫ সালে ইয়েমেনের রাজধানী সানা-সহ বিস্তীর্ণ অঞ্চল দখল করে হুথি বিদ্রোহীরা তারপরই ইয়েমেনি সরকারের সমর্থনে ওই দেশে সামরিক অভিযান শুরু করে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাতের যৌথবাহিনী
২০১৫ সাল থেকে চলা ইয়েমেনের এই গৃহযুদ্ধের জেরে ইসলামি দুনিয়া আড়াআড়ি বিভক্ত একপক্ষ সুন্নি গোষ্ঠী অর্থাৎ সৌদি আরব জোট অন্যপক্ষ শিয়া গোষ্ঠী অর্থাৎ হুথিদের মদদদানকারী ইরান এর জেরে মধ্যপ্রাচ্যের রাজনীতি গরম আর গৃহযুদ্ধের জেরে ইয়েমেনের অভ্যন্তর মৃত্যুপুরী

 
Top