ভারত
ছেড়ে যাওয়ার চার দিন আগেও কেন্দ্রের বাণিজ্য নীতি নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন কলকাতায় মার্কিন কনসাল জেনারেল ক্রেগ হল। মঙ্গলবার
ক্যালকাটা চেম্বার অব কমার্সের সভায় তাঁর দাবি, এ দেশের বাজার মার্কিন পণ্যের জন্য আরও বেশি করে খুলে দেওয়া জরুরি।
রফতানিতে
ভারতের ভর্তুকি দেওয়া, দামি বাইকে শুল্ক বসানোর মতো বিভিন্ন অভিযোগ তুলে হালে তোপ দেগেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ
দিন ক্রেগেরও দাবি, ‘‘ভারতের সঙ্গে আমেরিকার বাণিজ্য ঘাটতি ২,৯০০ কোটি ডলার।’’ তাঁর
মতে, দু’দেশের বাণিজ্যে প্রধান বাধা বেশ কিছু মার্কিন পণ্যকে ভারতে ঢুকতে না দেওয়া। উদাহরণ
হিসেবে ডাল, দুগ্ধজাত পণ্য ও পোলট্রির মতো বেশ কিছু মার্কিন পণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞা ও ১০০% শুল্ক বসানোর কথা বলেন ক্রেগ। তোলেন
মার্কিন বিশ্ববিদ্যালয় বা সে দেশের আইনি উপদেষ্টা সংস্থাকে ভারতে শাখা খুলতে না দেওয়ার প্রসঙ্গও।