জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত অভিনেত্রী রানী সরকার মারা গেছেন শনিবার ( জুলাই) ভোর চারটার দিকে রাজধানীর ইডেন মাল্টি কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর
শিল্পী ঐক্যজোটের সাধারণ সম্পাদক নাট্যনির্মাতা জি এম সৈকত রানী সরকারের মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন
বার্ধক্য ছাড়াও পিত্তথলির পাথর, বাতজ্বর, জটিল কোলেলিথিয়েসিস রোগসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন ষাট সত্তর দশকের জাতীয় পুরস্কার পাওয়া এই খল-অভিনেত্রী
রানী সরকারের জন্ম সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার সোনাতলা গ্রামে তার আসল নাম মোসাম্মৎ আমিরুন নেসা খানম তার বাবার নাম সোলেমান মোল্লা এবং মায়ের নাম আছিয়া খাতুন
১৯৫৮ সালে রানী সরকারের চলচ্চিত্রে অভিষেক হয় জে কারদার পরিচালিত 'দূর হ্যায় সুখ কা গাঁও' চলচ্চিত্রের মাধ্যমে ১৯৬২ সালে বিখ্যাত চলচ্চিত্রকার এহতেশামুর রহমান পরিচালিত উর্দু চলচ্চিত্র 'চান্দা'তে অভিনয় করেন ২০১৬ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন তিনি

 
Top