আগামী
২১ জুলাই (শনিবার) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আওয়ামী লীগের পক্ষ থেকে গণসংবর্ধনা দেওয়া হবে। আওয়ামী
লীগের সাধারণ সম্পাদক সড়ক ও পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানিয়েছেন।
রবিবার (৮ জুলাই) দুপুরে গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান। গণসংবর্ধনা
সফল করতে এ সভা হয়।
ওবায়দুল
কাদের বলেন, ‘বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে, এমনকি বঙ্গবন্ধু স্যাটালাইট উৎক্ষেপণের পুরো কৃতিত্বই প্রধানমন্ত্রী শেখ হাসিনার।’
আওয়ামী
লীগের সব নেতাকর্মীর উদ্দেশে তিনি বলেন, ‘এই গণসংবর্ধনা সফল করতে যার যার যে দায়িত্ব তা পালন করতে হবে।’