প্রতি
মুহূর্তে প্রয়োজনীয় - অপ্রয়োজনীয় নানা ই-মেইল এর নোটিফিকেশন আসে। যা
অনেক সময়ই বিরক্তিকর হয়ে উঠে। সে
জন্যই জিমেইল নিয়ে এলো নতুন এক ফিচার। যার
মাধ্যমে ব্যবহারকারীরা শুধু গুরুত্বপূর্ণ ই-মেইল এর নোটিফিকেশন পাবেন।
মেশিন
লার্নিং আর আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স ব্যবহার করে জিমেইল এই নতুন ফিচার উন্মুক্ত করেছে।
আর্টিফিশিয়াল
ইন্টিলিজেন্স-এর মাধ্যমে জিমেইল ঠিক করবে কোন ই-মেইল আপনার জন্য প্রয়োজনীয়। এই
ফিচার এনেবেল করার জন্য আইফোনে জিমেইল অ্যাপের সেটিংস এর মধ্যে নোটিফিকেশনে‘High
Priority Ony’ সিলেক্ট
করতে হবে। এছাড়াও
ডিফল্ট স্ক্রিনেই অ্যাপ আপনাকে নতুন এই ফিচার ব্যবহারের জন্য সুপারিশ করবে। তবে
নতুন এই ফিচার ব্যবহারের জন্য আইফোনে জিমেইল অ্যাপ আপডেট করতে হবে।
এর
আগে এপ্রিলে জিমেইল এর ডিজাইনে পরিবর্তন এনেছিল গুগল। আপাতত
আইফোনেই এই বিশেষ সুবিধা মিলবে। খুব
শিগগিরই অ্যানড্রয়েড ডিভাইসেও এই সুবিধা পাওয়া যাবে বলে জানিয়েছে গুগল।