চমকের পর চমক! কোস্টা রিকার জনি অ্যাকোস্তার পর কি এবার লাল-হলুদ জার্সি গায়ে চাপাবেন ব্রাজিলের রোবিনহো? সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ফলে বিশ্বকাপের চূড়ান্ত উত্তেজনার সময়েও ময়দান সরগরম
কোয়েসের সঙ্গে চুক্তি হওয়ার পরই ইস্টবেঙ্গল চেষ্টা করছে ভালো দল গড়ার। কয়েক মাস পরে শুরু হওয়া আইএসএলে খেলা হয়ে দাঁড়িয়েছে কোয়েসের লক্ষ্য। অ্যাকোস্তাকে সই করানো যেমন। কিন্তু এরপর রোবিনহোর এজেন্টের সঙ্গে কথাবার্তা আরও বড় চমক। কারণ, তিনি শুধু ব্রাজিলেরবিশ্বকাপ খেলা স্ট্রাইকারই নন, একসময় পেলের উত্তরসূরি হিসেবেও চিহ্নিত হয়েছিলেন
রোবিনহো খেলেছেন এসি মিলান, রিয়াল মাদ্রিদ, ম্যাঞ্চেস্টার সিটিতে। এই দলগুলোর প্রতিটাই ইংল্যান্ডের প্রথম সারির ক্লাব। এখন রোবিনহোর ঠিকানা তুরস্কের সিভাস্পোর। চলতি বছরের গোড়ার দিকে তুরস্কের সুপার লিগের দলে যোগ দিয়েছেন তিনি। চুক্তি রয়েছে ২০১৯ সাল পর্যন্ত। ৩৪ বছর বয়সি ২০০৬ ২০১০ বিশ্বকাপে খেলেছেন। সেলেকাওয়ের জার্সিতে খেলে ফেলেছেন ১০০ আন্তর্জাতিক ম্যাচ। গোল করেছেন ২৮টি। ২০১৭ সালে শেষবার ব্রাজিলের জার্সি গায়ে চাপিয়েছেন তিনি
যা খবর, তাতে রোবিনহোর এজেন্টের সঙ্গে কথাবার্তা শুরু হয়ে গিয়েছে ইস্টবেঙ্গলের। ভারতীয় মুদ্রায় ১৭ কোটি টাকার মতো লাগবে বলেও শোনা যাচ্ছে। এছাড়া ট্রান্সফার ফি বাবদ আরও ১৬ কোটি টাকা লাগবে বলে খবর। সব মিলিয়ে তাঁকে নিতে দরকার বিশাল অঙ্কের অর্থ। ফলে, একটা সমস্যা রয়েই গিয়েছে। কিন্তু, হাল ছাড়ছেন না কর্তারা। যদি রোবিনহো শেষ পর্যন্ত আসেন, তবে ভারতীয় ফুটবলের ইতিহাসে তা যুগান্তকারী হয়ে উঠবে। কারণ, এত বড় নাম কলকাতায় কখনও খেলেননি
জনি অ্যাকোস্তার সই বা রোবিনহোকে নিয়ে জল্পনাতেই শেষ নয়। আরও নাম ভাসছে লাল-হলুদ তাঁবুতে। ইরানের সর্দার আজমুনের নাম যেমন। লাল-হলুদ প্রতিনিধিরা নাকি তাঁর সঙ্গেও যোগাযোগ করেছেন। তবে ইরান বিশ্বকাপ থেকে প্রথম রাউন্ডেই বিদায় নেওয়ায় দেশে ফিরে অবসর নিয়েছেন তিনি। এক জার্মান কোচের নাম নিয়েও চলছে ফিসফাস। আবার বরুশিয়া ডর্টমুন্ডের সঙ্গে চুক্তির খবরও উড়ছে। সেখানেই নাকি আইএসএলে খেলার আগে প্রস্তুতি চলবে
ইস্টবেঙ্গল কর্তারা অবশ্য সরকারীভাবে এই নামগুলো নিয়ে কথা বলতে আগ্রহী নন। তাঁদের বক্তব্য, অনেক ফুটবলারের সঙ্গেই কথা হচ্ছে, কিন্তু, চূড়ান্ত না হলে কোনও কিছুই নিশ্চিত নয়। পাশাপাশি, আইএসএল এখনও কর্তাদের ভাবনায় জাঁকিয়ে বসেনি। তাঁরা দীর্ঘকালীন পরিকল্পনা নিয়ে এগোতে চাইছেন। পরের বছর সম্মিলিত ১৮ দলের লিগে সেরা হওয়ার কথা ভাবছেন। তবে কোয়েস কিন্তু অত দেরি করতে চাইছে না। এবারের আইএসএলেই চাইছে খেলতে। শুধু চাওয়ার স্তরেই ব্যাপারটা আটকে নেই। রীতিমতো উদ্যোগী তারা

 
Top