ডেস্ক নিউজ::
সনাতন ধর্মীয় সংহতি ও সুরক্ষায় গঠিত বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের অঙ্গসংগঠন যুব মাহজোট আজ শুক্রবার বিকাল সাড়ে ৫টায় ঢাকার স্বামীবাগস্থ্য কেন্দ্রিয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় মাগুরা জেলা আহবায়ক কমিটি অনুমোদন করেছে।
কেনাকাটার বিশ্বস্ত প্রতিষ্ঠান |
সভায় বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোটের সভাপতি শ্রী প্রদীপ কান্তি দে’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক শ্রী রাজেশ নাহা, সাংগঠনিক সম্পাদক শ্রী কনক কান্তি সাহা ও অর্থ বিষয়ক সম্পাদক শ্রী রাজিব কুমার দাস প্রমূখ। সভা শেষে শ্রী রিপন ঘোষকে আহবায়ক, ১ম যুগ্মআহবায়ক ডাঃ অভিজিৎ কুমার গোস্বামী ও শ্রী রনি কুড়িকে সদস্য সচিব করে মোট ৩০ সদস্য বিশিষ্ট মাগুরা জেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন দেয়া হয়। আহবায়ক কমিটিকে আগামী ৬০ কার্যদিবসের মধ্যে সম্মেলন অনুষ্ঠান করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে কেন্দ্রিয় কমিটি।