নিজস্ব সংবাদদাতা, ফুলতলা(খুলনা)।। জেলা গোয়েন্দা পুলিশের একটি দল গতকাল সন্ধ্যায় ফুলতলা বাজার থেকে আলামিন সরদার(২৭) মুরাদ গাজী(৩৫) কে মাদক আইনে গ্রেফতার করে। পুলিশ জানায়, জেলা গোয়েন্দা পুলিশের এস আই মুক্ত রায় চৌধুরীর নেতৃত্বে বেশ কয়েক দিন পুর্ব থেকে আলামিন সরদারের সাথে মাদক বিক্রয়ের যোগাযোগ চলছিল। গতকাল সোমবার তাকে ১০ হাজার টাকা নগদ পরিশোধ করলে ৫০ হাজার টাকার হিরোইন দেবে বলে জানায়। সে মোতাবেক সাদা পোশাকধারী পুলিশ ফুলতলা বাজারের একটি হোটেলে বসে মুল মাদক ব্যবসায়ী রুদঘরা গ্রামের মোস্তফা গাজীর পুত্র মুরাদ গাজীর সাথে যোগাযোগ করেন। পরে পুলিশের দল ফুলতলার পার্শ্ববর্তী গ্রাম রুদঘরার মুরাদ গাজীর বাড়ীতে অভিযান চালিয়ে ৭০ গ্রাম হিরোইন সহ তাকে রুদঘরা গ্রামের সবুর সরদারের পুত্র আলামিনকে গ্রেফতার করে পুলিশে সোপর্দ করে।
 
Top