নিজস্ব
সংবাদদাতা, ফুলতলা(খুলনা)।।
গতকাল দুপুরে ফুলতলা বাজারে
ভোক্তা আইনে এক ভ্রাম্যমান
আদালত ৪টি হোটেল রোস্তরা
ও ২টি মুদি দোকানে
মোট ৩৬ হাজার টাকা
জরিমানা আদায় করেছে। বিবরনে
জানা গেছে, ভোক্তা অধিকারের
সহকারী পরিচালক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট
মোঃ মামুনুল হাসান ফুলতলা বাজারের
এক ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে
ভোক্তা অধিকার আইনে খাজানা
হোটেল, আনন্দ হোটেল, ভাইভাই
হোটেল ও সাতক্ষীরা ঘোষ
ডেয়ারী, দত্ত ষ্টোর, অধিকারী
ষ্টোরকে মোট ৩৬ হাজার
টাকা জরিমানা ধার্য করেন। এ
সময় তার সঙ্গে পুলিশ
কর্মকর্তারা উপস্থিত ছিলেন।