ব্র্যাক অফিস পটুয়াখালীর দশমিনা উপজেলা সদরে শাখায় শুক্রবার দিবাগত রাতে
৬টি কক্ষে চুরি সংঘটিত হয়। সংশ্লিষ্ট সূত্রে জানায়, উপজেলার পুঁঁজাখোলা
এলাকায় ব্র্যাক অফিসের নৈশ প্রহরী মোঃ মাঈনুল ইসলাম রাত সাড়ে ৮টায় খাবার
খেতে যায়। প্রায় দু'ঘন্টা পরে কর্মস্থলে ফিরে এসে অফিসের দ্বিতীয় তলার
সিড়ি সংলগ্ন জানালা ভাঙ্গা দেখতে পেয়ে শাখা ব্যবস্থাপককে জানান। ঘটনা
জানতে পেরে ওসি মোঃ শাহবুদ্দিনসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে।
ব্র্য্যাকের উপজেলা শাখা ব্যবস্থাপক মোঃ মকবুল হোসেন বলেন, চোরচক্র
অফিসের ৬টি কক্ষের তালা ও আলমিরা ভাংচুর করেছে। চোরচক্র নগদ ১১ হাজার
টাকা নিয়েছে বলেও তিনি জানান।