বাউফল প্রতিনিধি
পটুযাখালীর বাউফল উপজেলা পরিষদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনকে কেন্দ্র
করে আওযামীলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। গতকাল
বুধবার বেলা সারে ১২ টার দিকে উপজেলা পরিষদ গেট সংলগ্ন এলাকায় এঘটনা ঘটে।
এসময় বিপুল সংখ্যক পুলিশ ও র্যাব ঘটনাস্থল এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ
করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত ১৫ জুন বাউফলে উপজেলা পরিষদের
সংরক্ষিত নারী আসনের নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নিবাচনে চার আসনের তিনজন
প্রাথী নিবাচিত হলেও আদাবাড়িয়া, নওমালা ও দাশপাড়া ইউনিয়নের সংরক্ষিত
আসনের ফলাফলে আলেয়া বেগম ও নূরজাহান বেগম সমান সংখ্যক ভোট পাওয়ায় গতকাল
বুধবার ছিল ওই আসনের উপনির্বাচন। এ নির্বাচনে উপজেলা আওয়ামীলীগের সভাপতি
ও জাতীয় সঙসদেও চিফ হুইপ আ স ম ফিরোজ এবং বাউফল পৌরসভার মেয়র উপজেলা
আওযামীলীগের সাঙগঠনিক সম্পাদক জিযাউল হক জুযেল ও উপজেলা চেয়ারম্যান
মজিবুর রহমান ভিন্ন ভিন্ন প্রার্থী দেন। মোট ৪৫টি ভোটের মধ্যে দুপুর সারে
১২ টার দিকে ৪০ টি ভোট পরে। এসময় উপজেলা আওয়ামী লীগের সমর্থক ও মেয়র
সমর্থকরা উপজেলা গেটের সামনে অবস্থান নিতে চাইলে উভয় পক্ষের মধ্যে
ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এঘটনায় এলাকার দোকানপাট ও যানবাহন চলাচল বন্ধ হয়ে
যায়। ঘটনা নিয়ন্ত্রণে প্রায় শতাধিক পুলিশ ও র্যাব এসে প্রায় ৩০ মিনিট
চেষ্টা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এদিকে বেলা ১ টায় ভোট গ্রহণ
সম্পন্ন করে উপজেলা নির্বাহী কমকতা উপস্থিত প্রার্থী ও সাংবাদিকদের সামনে
ফলাফল ঘোষণা করেন। ফলাফলে আলেয়া বেগম ২৫ ভোট পেযে নিবাচিত হয়েছেন ও
প্রতিদন্ধী প্রাতী নূরজাহান বেগম ২০ ভোট পেয়েছেন।