দশমিনা প্রতিনিধি:
গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় পটুয়াখালীর দশমিনা উপজেলায় পানিতে ডুবে
এক শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে। জানা যায়, উপজেলা সদর ইউনিয়নের দশমিনা
গ্রামের ফকির বাড়ির পুকুরে ডুবে ইভা (৪) নামক এক শিশুর মৃত্যু হয়েছে।
বাবা জাকির হোসেন ও মা জেসমিন বেগমের বৈবাহিক বিচ্ছেদ জনিত কারণে জন্মের
পর থেকে নানা লাতিফ ফকিরের পরিবারে ইভা বেড়ে উঠছিল।