বাউফল প্রতিনিধি
পটুয়াখালীর বাউফল পৌর শহর থমথমে অবস্থা বিরাজ করছে। বাউফল উপজেলা
আওয়ামীলীগ চিফ হুইপ গ্রুপ ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র
জিয়াউল হক জুয়েল গ্রুপ সমর্থকদের টানা কয়েক দিনের উত্তেজনার কারনে এ
অবস্থা বিরাজ করছে বলে জানা গেছে। আর এ কারনেই মঙ্গলবার পৌরশহড়ে সকল
প্রকার রাজনৈতিক সভা সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মাহমুদ জামান জানান, মঙ্গলবার
প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় সাময়িক পরীক্ষা শুরু হয়েছে। এ সময়
সভা-সমাবেশ হলে পরীক্ষার্থীদের ব্যাঘাত ঘটতে পারে। তাই এ নিষেধাজ্ঞা জারি
করা হয়েছে। একটি সূত্র জানায়, সম্প্রতি বাউফল উপজেলা পরিষদের চেয়ারম্যান
ও বাউফল পৌর মেয়র কর্তৃক জাতীয় সংসদের চিফ হুইপের বিরুদ্ধে একটি সংবাদ
সম্মেলন করায় তার প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে বেশ কয়েকদিন
বিক্ষোভ সমাবেশ হয়েছে। এ সময় উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মজিবুর রহমান
ও পৌর মেয়র বাউফলের বাহিরে ছিলেন। মঙ্গলবার সকালে তারা বাউফলে এসেছেন।
উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র সমর্থকরা শো-ডাউন করতে পারে এমনটা ভেবে
আওয়ামীলীগের নেতাকর্মী ও সমর্থক এবং উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র
সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এ কারণেই সভা-সমাবেশের ওপর
নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ জা ম
মাসুদুজ্জামান জানান, প্রাথমিকের পরীক্ষা নির্ভিঘেœ করার জন্যই এ
নিষেধাজ্ঞা। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখার জন্য র্যাব ও পুলিশের
টহলের পাশাপাশি শহরের গুরুত্বপূর্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়ন রয়েছে।