বার্সেলোনা, ১৪ অক্টোবর- আন্তর্জাতিক ম্যাচ শেষে এখন ক্লাব ফুটবলে
ব্যস্ত হচ্ছেন নেইমার ও লুইস সুয়ারেজ। ইনজুরির ধকল কাটিয়ে মাঠে ফেরার
অপেক্ষায় রয়েছেন লিওনেল মেসি। বার্সেলোনায় সতীর্থদের সঙ্গে পুরোদমে
অনুশীলনও করছেন আর্জেন্টিনা সুপারস্টার।
শনিবার দেপার্তিভো লা করুনার বিপক্ষে মাঠে নামতে প্রস্তুত মেসি। ওই
ম্যাচের জন্য নেইমারের চোখে মেসিকে পারফেক্টই লাগছে। ব্রাজিলিয়ার ফরোয়ার্ড
নেইমারের ভাষায়, ‘লিও ঠিক আছে। সে পারফেক্ট (ফিটনেসের দিক থেকে)। আমরা
তিনজনই (মেসি-নেইমার-সুয়ারেজ) দেপার্তিভোর বিপক্ষে খেলতে প্রস্তুত। তবে
বিষয়টি নির্ভর করছে কোচের ওপর!’
প্রসঙ্গত, শনিবার লা লিগার খেলায় দেপার্তিভোকে ক্যাম্প ন্যুতে স্বাগত
জানাবে বার্সা। চার দিন পর চ্যাম্পিয়নস লিগের ম্যাচে একই মাঠে ম্যানচেস্টার
সিটির মুখোমুখি হবে লুইস এনরিকের দল। ওই ম্যাচে অবশ্য তিনজনকেই
(মেসি-নেইমার-সুয়ারেজ) খুব করে চাইছেন বার্সা কোচ।