রাশিয়া বিশ্বকাপের মৌসুমে পছন্দের দল নিয়ে দেশ-বিদেশের ভক্তদের মাঝে চলছে নানা তর্ক-বিতর্ক লিওনেল মেসি, নেইমার এবং পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো খেলোয়ারদের নিয়ে ফুটবল ভক্ত বা আমজনতার মতো বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টরাও তর্ক-বিতর্কের জড়াচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পর্তুগিজ প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো ডে সোসাও বিশ্বকাপ ইস্যূতে এক তর্ক লিপ্ত হয়েছেন
ফুটবলের এই আমেজের মধ্যেই পর্তুগিজ প্রেসিডেন্ট সোসা যুক্তরাষ্ট্র সফরে গিয়ে গত বুধবার ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাতকালে রসিকতার ছলেই মার্কিন প্রেসিডেন্টের কাছে বিশ্বকাপে পর্তুগালের সম্ভাবনা নিয়ে জানতে চান
ট্রাম্প বলেন, পর্তুগাল খুব ভালো খেলছে আচ্ছা রোনালদোকে আপনার কেমন ফুটবলার মনে হয়? জবাবে সোসা বলেন, রোনালদো বিশ্বের সেরা ফুটবলার তখন ট্রাম্প রসিকতার ছলে বলেন, সে যদি আপনার বিরুদ্ধে প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়ায়? এমন প্রশ্নে কৌশলে পর্তুগিজ প্রেসিডেন্ট বলেন, আমাদের দেশটা আপনাদের মতো নয় এখানে সবাই ভোটে জেতেন না রোনালদোও জিতবেন না
এদিকে, বিশ্বকাপ শুরুর আগে লিসবনের ন্যাশনাল কোচ মিউজিয়ামে দলের সঙ্গে দেখা করেন পর্তুগাল প্রেসিডেন্ট মারসেলো রেবেলো ডে সোসা এসময় তিনি রোনালদোবাহিনীকে শুভেচ্ছা জানান

 
Top