‘দ্য
রক’ খ্যাত রেসলার ও বলিউডের জনপ্রিয় অভিনেতা ডোয়াইন জনসন ফের কন্যা সন্তানের বাবা হয়েছেন। ইনস্টাগ্রামে
মেয়ের ছবি পোস্ট করে ভক্তদের সুখবরটি জানিয়েছেন জনসন।
মেয়ের
নাম রেখেছেন টিয়ানা গিয়া। ইনস্টাগ্রামে
মেয়েকে কোলে নিয়ে ছবি পোস্ট করে ক্যাপশনে এ অভিনেতা লেখেন, ‘আরো একটি সুস্থ সবল কন্যা সন্তানকে পৃথিবীতে আনতে পেরে সৌভাগ্যবান ও গর্ববোধ করছি। প্রাকৃতিক
শক্তির মতো টিয়ানা গিয়া পৃথিবীতে এসেছে এবং মা লরেন হাসিন পরিশ্রম করেছেন ও একজন রকস্টারের মতো সন্তান জন্মদান করেছেন।’
প্রেমিকা
লরেন হাসিনের সঙ্গে এটি ডোয়াইন জনসনের দ্বিতীয় সন্তান। এ
জুটির জেসমিন নামে দুই বছর বয়সি আরো একটি কন্যা সন্তান রয়েছে। এছাড়া
সাবেক স্ত্রী ড্যানি গার্সিয়ার সঙ্গেও জনসনের একটি মেয়ে আছে। ১৬
বছর বয়সি এ মেয়ের নাম সিমনে।