ফের
পর্দা ফাঁস হল বড়সড় মধুচক্রের সিন্ডিকেটের৷ মুম্বাইয়ের ভয়ন্ডর এলাকায় এই দেহব্যবসার কাজে জড়িত থাকার অভিযোগে ২ মডেলসহ মোট তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ৷
জানা
যায়, মীরা রোডের ওই সালোঁতে গ্রাহকদের আকৃষ্ট করতে গ্রেফতারকৃত দুই মডেলকে ব্যবহার করত এক নারী৷ একটি শো চলাকালীন ওই মডেলদের সঙ্গে পরিচয় হয়েছিল নারীর৷
২
মডেলের মধ্যে একজন কর্ণাটক এবং অপরজন বিহারের৷ এছাড়া ওই সালোঁ থেকে আরও ২ নারীকে উদ্ধার করেছে পুলিশ৷
গোপন
সূত্রে খবর পেয়ে পুলিশ সেখানে গ্রাহকবেশে এক ব্যক্তিকে পাঠায়৷ শনিবার সেখান থেকে তিনজনকে গ্রেফতার করা হয় বলে জানান, ভয়ন্ডর অ্যাসিট্যান্ট সুপারিন্টেডেন্ট অব পুলিশ অতুল কুলকার্নি৷ অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে৷