শরীরের বিচারে নয়, বুদ্ধির মাপকাঠিতেই হোক সৌন্দর্যের প্রতিযোগিতা বুদ্বিমত্তা প্রাধান্য পাক মহিলাদের সৌন্দর্য বিচারে এই মর্মে মিস আমেরিকা প্রতিযোগিতা থেকে বাদ পড়ছে বিকিনি রাউন্ড আর টু পিস সুইম স্যুট পরে মঞ্চে হাঁটতে হবে না প্রতিযোগীদের এর মাধ্যমে মহিলাদের সমানাধিকারের পক্ষে আরও একধাপ এগোনো গেল বলেই মত কর্তৃপক্ষের
১৯২১ সাল থেকে শুরু হওয়া মিস আমেরিকা প্রতিযোগিতার সঙ্গে ওতপ্রতভাবে জড়িয়ে ছিল বিকিন রাউন্ড তবে এই রাউন্ডকে বাই বাই বলতে একটুও দ্বিধা নেই আয়োজকদের বিকিনি পর্বের জন্য অনেক প্রতিযোগীই প্রতযোগিতায় অংশ নেওয়ার থেকে এড়িয়ে যান , জানিয়েছেন অনুষ্ঠানের চেয়ারম্যান গ্রেটচেন কার্লসন কার্লসন নিজেও এই খেতাব জেতেন ১৯৮৯-
৯জন আয়োজকের মধ্যে ৭জনই এই সিদ্ধান্তে একমত অর্থাৎ আগামিদিনে মিস আমেরিকা প্রতিযোগিতা আর দেখা মিলবে না স্বল্পবস্ত্রের সুন্দরীদের - বছর ধরে মিস ওয়ার্ল্ড  প্রতিযোগিতা থেকেও বাদ পড়েছে বিকিনি পর্ব যদিও গতকালই মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় হৈহৈ করে হয়েছে এই টু পিস রাউন্ড এখন দেখার মহিলাদের সৌন্দর্য বিচারে আর কোন কোন দেশ শরীরের বাঁধন ছেড়ে মন মস্তিষ্কের তুখরতার ওপর জোড় দেয়

 
Top