দশমিনা প্রতিনিধি:
নাশকতা আশংকায় পটুয়াখালীর দশমিনা থানা পুলিশ শনিবার রাতে ইউনিয়ন জামায়াতের সেক্রেটারিকে গ্রেফতার করেন। থানা সূত্রে জানা যায়, বুদ্ধিজীবী ও গণহত্যার মামলায় মৃত্যুদন্ডাদেশ প্রাপ্ত আলবদর বাহিনীর প্রধান এবং কেন্দ্রিয় জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের করা আপিলের শুনানি ১৬ জুন সামনে রেখে নাশকতা পরিকল্পনা করছে এমন সংবাদ পেয়ে রাত ১২টায় দশমিনা সদর ইউনিয়ন জামায়েতের সেক্রেটারি মাও. লুৎফর রহমান প্যাদা গ্রেফতার করা হয়। এর পূর্বে একাধিকবার গ্রেফতার হয়েছিল লুৎফর রহমান।