বাউফল প্রতিনিধি
নাশকতা মুলক কর্মকান্ডের আশংকায় পটুয়াখালীর বাউফল উপজেলার জামায়াতের আমির মাও. মো.
ইসাহাকে গ্রেপ্তার করেছে বাউফল থানা পুলিশ। গতকাল রবিবার বেলা ১১টার সময় উপজেলার বিলবিলাস গ্রামের নিজ বাসভবন থেকে ওই
জামায়াত নেতাকে আটক করা হয়। বাউফল থানার ওসি আ জ
ম মাসুদজ্জামান সত্যতা স্বিকার করে বলেন, নাশকতা মূলক কর্মকান্ডের আশংকায় জামায়াত নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।