মোঃ সাফায়েত হোসেন:
বাংলাদেশ নির্বাচন কমিশন ঘোষিত তফশিলের ৮ দিন অতিবাহিত হলেও পটুয়াখালীর দশমিনা উপজেলায় নির্বাচন অফিসারের পদ শূণ্য থাকায় ৩ ইউনিয়নে এখনও তফশিল ঘোষণা করা হয়নি। সম্ভাব্য চেয়ারম্যান, সংরক্ষিত নারী ও ইউপি সদস্য প্রার্থীরা রয়েছেন বিপাকে।
জানা যায়, ১১ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন কর্তৃক প্রথম পর্যায়ে ৭৫২ ইউপির তফশিল ঘোষণা করা হয়। নিয়ম রয়েছে নির্বাচন কমিশনের তফশিল ঘোষণার পরের দিন স্ব-স্ব রিটার্নিং অফিসার তফশিল ঘোষণা ও পরবর্তী কার্যক্রম পরিচালনা করেন। উপজেলা নির্বাচন সমন্বয়কারী ও উপজেলা নির্বাহী অফিসার ৫ ইউনিয়নের মধ্যে আলীপুর ইউনিয়নে উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ইন্দ্রোজিত মন্ডল, বেতাগী সানকিপুর ইউনিয়নে উপজেলা প্রকৌশলী মোঃ হোসেন আলী মীর ও বহরমপুর ইউনিয়নে উপজেলা কৃষি অফিসার বনি আমীন খানকে রিটার্নিং অফিসার নিয়োগ দেয়। অপর দু’ইউনিয়ন দশমিনা ও বাঁশবাড়িয়া উপজেলা নির্বাচন অফিসারের জন্য রেখে দেয়। বেতাগী সানকিপুর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার মোঃ হোসেন আলী মীর রাজধানী ঢাকায় প্রশিক্ষণ শেষে গতকাল বুধবার কর্মস্থলে ফিরে আসেন। উপজেলা নির্বাচন অফিসারের পদ শূণ্য থাকায় দশমিনা ও বাঁশবাড়িয়া ইউনিয়নে তফশিল ঘোষণা হয়নি। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আজহারুল ইসলাম এ প্রতিনিধিকে বলেন, বিষয়টি জেলা নির্বাচন অফিসারকে অবহিত করা হয়েছে। আজ-কালের মধ্যে সমস্যা সমাধান করা হবে। এদিকে, যথাযথ সময় ওই ৩ ইউনিয়নের সম্ভাব্য প্রার্থীদের ফরম সংগ্রহ ও দাখিল করতে না পেরে মাঠ পর্যায়ের গণসংযোগ বাদ দিয়ে উপজেলা সদরে শংকা নিয়ে ঘুড়ে বেড়াতে দেখা গেছে।
বাংলাদেশ নির্বাচন কমিশন ঘোষিত তফশিলের ৮ দিন অতিবাহিত হলেও পটুয়াখালীর দশমিনা উপজেলায় নির্বাচন অফিসারের পদ শূণ্য থাকায় ৩ ইউনিয়নে এখনও তফশিল ঘোষণা করা হয়নি। সম্ভাব্য চেয়ারম্যান, সংরক্ষিত নারী ও ইউপি সদস্য প্রার্থীরা রয়েছেন বিপাকে।
জানা যায়, ১১ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন কর্তৃক প্রথম পর্যায়ে ৭৫২ ইউপির তফশিল ঘোষণা করা হয়। নিয়ম রয়েছে নির্বাচন কমিশনের তফশিল ঘোষণার পরের দিন স্ব-স্ব রিটার্নিং অফিসার তফশিল ঘোষণা ও পরবর্তী কার্যক্রম পরিচালনা করেন। উপজেলা নির্বাচন সমন্বয়কারী ও উপজেলা নির্বাহী অফিসার ৫ ইউনিয়নের মধ্যে আলীপুর ইউনিয়নে উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ইন্দ্রোজিত মন্ডল, বেতাগী সানকিপুর ইউনিয়নে উপজেলা প্রকৌশলী মোঃ হোসেন আলী মীর ও বহরমপুর ইউনিয়নে উপজেলা কৃষি অফিসার বনি আমীন খানকে রিটার্নিং অফিসার নিয়োগ দেয়। অপর দু’ইউনিয়ন দশমিনা ও বাঁশবাড়িয়া উপজেলা নির্বাচন অফিসারের জন্য রেখে দেয়। বেতাগী সানকিপুর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার মোঃ হোসেন আলী মীর রাজধানী ঢাকায় প্রশিক্ষণ শেষে গতকাল বুধবার কর্মস্থলে ফিরে আসেন। উপজেলা নির্বাচন অফিসারের পদ শূণ্য থাকায় দশমিনা ও বাঁশবাড়িয়া ইউনিয়নে তফশিল ঘোষণা হয়নি। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আজহারুল ইসলাম এ প্রতিনিধিকে বলেন, বিষয়টি জেলা নির্বাচন অফিসারকে অবহিত করা হয়েছে। আজ-কালের মধ্যে সমস্যা সমাধান করা হবে। এদিকে, যথাযথ সময় ওই ৩ ইউনিয়নের সম্ভাব্য প্রার্থীদের ফরম সংগ্রহ ও দাখিল করতে না পেরে মাঠ পর্যায়ের গণসংযোগ বাদ দিয়ে উপজেলা সদরে শংকা নিয়ে ঘুড়ে বেড়াতে দেখা গেছে।