গাইবান্ধার ফুলছড়ি সাঘাটা উপজেলায় রোববার দুই শিশু ধর্ষণের শিকার হয়েছে ভিকটিম দুই শিশুকে গুরুতর অসুস্থ অবস্থায় গাইবান্ধা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনায় জড়িত সন্দেহে অভিযুক্তাকে আটক করেছে পুলিশ
পুলিশ ভিকটিমের স্বজনরা জানান, গাইবান্ধার ফুলছড়ি উপজেলার মধ্য কঞ্চিপাড়া গ্রামের আজাদ মিয়ার দ্বিতীয় শ্রেণির শিশুকন্যাকে রোববার সন্ধ্যায় প্রতিবেশী যুবক নয়ন মিয়া টাকার লোভ দেখিয়ে বাড়ির পাশের বাঁশঝাড়ে নিয়ে ধর্ষণ করে ভিকটিমের চিৎকারে তার বাবা-মা প্রতিবেশীরা এসে উদ্ধার করে গাইবান্ধা হাসপাতালে ভর্তি করেন
অপরদিকে জেলার সাঘাটা উপজেলার বাঁশহাটা গ্রামের ৪র্থ শ্রেণির ছাত্রী রোববার রাত ৮টায় তার বাড়ির পাশের নানার বাড়িতে রওনা হয় যাওয়ার সময় রাস্তায় ওতপেতে থাকা শাকিল মিয়া তার বন্ধু ফারুক মিয়া নামের দুই বখাটে শিশুটিকে মুখ চেপে ধরে পাটক্ষেতে নিয়ে ধর্ষণ করে
পরে ভিকটিমের চিৎকারে বখাটে শাকিল ফারুক পালিয়ে যাওয়ার সময় এলাকার লোকজন তাদের আটক করে পুলিশে খবর দেন ব্যাপারে থানায় পৃথক দুটি অভিযোগ করা হয়েছে
গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক বলেন, ঘটনার সঙ্গে জড়িত দুজনকে আটক করা হয়েছে এছাড়া অভিযুক্ত নয়ন মিয়াকে ধরতে পুলিশি অভিযান চলছে

 
Top