কাশ্মীর নিয়ে কোনও রকম কথা শুনতে নারাজ ভারত। রাষ্ট্রপুঞ্জে সেকথা আবারও স্পষ্ট করে জানিয়ে দিলেন ভারতের প্রতিনিধি সন্দীপ কুমার বায়াপু। রাষ্ট্রপুঞ্জের মহাসভায় আলোচনা চলাকালীন পাক প্রতিনিধি মলিহা লোধি অভিযোগ করেছিলেন, কাশ্মীরের মানুষের স্বাধীনতায় হরণ করছে ভারত। সেখানকার বাসিন্দাদের
অধিকার খর্ব করে গণহত্যা চালাচ্ছে।
পাকিস্তানের এই অভিযোগ কড়া সমালোচনা করে ভারতের প্রতিনিধি সন্দীপ কুমার বলেন, কাশ্মীরের মানুষের কথা চিন্তা করতে হবে না পাকিস্তানকে। কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। এর জন্য বাড়তি আলঙ্কারিত শব্দ ব্যবহার করে পাকিস্তান অধিকার দেখাতে পারে না। পাকিস্তান রাষ্ট্রপুঞ্জের মহাসভায় কাশ্মীর প্রসঙ্গ নিয়ে এসে সভার সময় নষ্ট করছে মাত্র। কারণ পাকিস্তানের কাছ থেকে কাশ্মীরের বিষয়ে কোনও কথা শুনতে চায় না ভারত। কারণ কাশ্মীর যে ভারতেরই অংশ এই সত্যিটাকে কোনও যুক্তি দিয়েই খারিজ করতে পারবে না পাকিস্তান।
পাক প্রতিনিধি মহাসভার মঞ্চে কাশ্মীর প্রসঙ্গ তুলে অভিযোগ করেছিলেন, কাশ্মীরের বাসিন্দাদের মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে। সন্ত্রাস দমনের নামে সেখানকার বাসিন্দাদের
হত্যা করা হচ্ছে। এমনও অভিযোগ করেছে পাকিস্তান। একাধিক অভিযোগ শোনার পর ভারতের প্রতিনিধি সন্দীপ কুমার তার যোগ্য জবাব দিয়ে বলেছেন, কোনও আলঙ্কারিক শব্দ ব্যবহার করে পাকিস্তানের
উপর অধিকার কায়েম করতে পারবে না পাকিস্তান। সেটা ভারতেরই অংশ। এবং সেখানকার বাসিন্দাদের ভালমন্দ দেখার দায়িত্বও ভারতের। সত্যিটা গোপন করে অকারণে ভারতের ভাবমূর্তিতে আঘাত হানার চেষ্টা করছে পাকিস্তান।
যদিও রাষ্ট্রপুঞ্জে
কাশ্মীর নিয়ে এই ধরনের কথা এই প্রথম নয়, এর আগেও বলেছে পাকিস্তান। সেগুলির কোনওটি ধোপে টেকেনি। প্রতিবারই তার যোগ্য জবাব দিয়েছে ভারত।