ব্যবহারকারীদের নগ্ন ছবি পাঠাতে বলছে ফেসবুক! অবিশ্বাস্য মনে হলেও সত্যি অবশ্য এদেশে নয়, এমনটা ঘটছে কানাডা, আমেরিকা ইংল্যান্ডে গোটা দুনিয়া জুড়েই প্রাক্তন সঙ্গিনী বা সঙ্গীর ওপরে প্রতিশোধ নিতে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ইন্টারনেটে ফাঁস করে দেওয়ার প্রবণতা দেখা দিয়েছে নেটদুনিয়ায় যা পরিচিতরিভেঞ্জ পর্ননামে সেটা ঠেকাতেই এই উদ্যোগ কীভাবে কাজ করবে ইউজারের নগ্ন ছবি? জানা যাচ্ছে, কেউ অন্য কারও নগ্ন ছবি ফাঁস করলে সেটা নিজেদের ডেটাবেসে থাকা ইউজারের পাঠানো নিজের নগ্ন ছবির সঙ্গে মিলিয়ে তৎক্ষণাৎ ডিলিট করে দেবে ফেসবুক ফলে বিপদ থেকে রক্ষা পাবেন ওই ইউজার কিন্তু এভাবে ইউজারদের কাছ থেকে নগ্ন ছবি চাওয়া কতটা নীতিসম্মত, সেটা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে একইভাবে এর আগে অস্ট্রেলিয়ায় গ্রাহকদের নগ্ন ছবি চেয়েছিল ফেসবুক এবার পরীক্ষামূলকভাবে কানাডা, আমেরিকা মার্কিন যুক্তরাষ্ট্রে এই কাজ করা হবে যদিও অস্ট্রেলিয়ায় ফেসবুকের নগ্ন ছবি জড়ো করার কাজ কতটা সফল হয়েছিল, সেটা জানানো হয়নি


 
Top