সেবার সংক্ষিপ্ত বিবরণ:
স্থানীয় সরকারের মাধ্যমে গ্রামের দরিদ্র, দুর্যোগে ক্ষতিগ্রস্ত জনগণের জীবনমান উন্নয়নের জন্য বিভিন্ন সহযোগিতা করে থাকে। এই সুবিধা পেতে জনগণকে কোন আবেদন করতে হয়না। সরকারি এই সহযোগিতার মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠি ভিজিএফ, ত্রাণসহ অন্যান্য মানবিক সাহায্য পেয়ে থাকে।
সেবার সুবিধা:
১. মৌল-মানবিক চাহিদা পূরণে সহায়ক হয়।
২. দুর্যোগে সাধিত ক্ষতির কিছুটা হলেও কাটিয়ে উঠতে পারা যায়।
৩. পারিবারিক অসচ্ছলতা দূর হয়।
৪. সুখে জীবন যাপন করা যায়।
প্রক্রিয়া:
ত্রাণ ও পূনর্বাসণ অধিদপ্তর থেকে জেলা প্রশাসকের মাধ্যমে উপজেলায় বরাদ্দ পাওয়ার পর উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জনসংখ্যা, আয়তন, ক্ষয়ক্ষতির পরিমাণ ও ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যার ভিত্তিতে ইউনিয়নভিত্তিক উপ-বরাদ্দ দেয়া হয়। ইউপি চেয়ারম্যান উপকারভোগী, ক্ষতিগ্রস্ত পরিবার, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করার জন্য ইউপি মেম্বারদের দায়িত্ব দেন। বিভিন্ন প্রক্রিয়া শেষে তদারকি কর্মকর্তার উপস্থিতিতে গুদাম থেকে খাদ্যশস্য অথবা ত্রাণসামগ্রী উত্তোলন করে অনুমোদিত তালিকা অনুযায়ী মাস্টাররোলের মাধ্যমে ক্ষতিগ্রস্ত বা উপকারভোগীদের মাঝে বিতরণ করা হয়।
যোগ্যতা
|
দুর্যোগে আক্রান্ত দরিদ্র জনগোষ্ঠী এবং স্বাভাবিক সময়ে দরিদ্র জনগণকে সেবা প্রদান করা হয়।
|
প্রয়োজনীয় কাগজপত্র
|
প্রযোজ্য নয়।
|
প্রয়োজনীয় খরচ
|
বিনামূল্যে
|
সেবা প্রাপ্তির সময়
|
১-৩ সপ্তাহ
|
কাজ শুরু হবে
|
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসারের কার্যালয়
|
আবেদনের সময়
|
সারা বছর
|
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা:
|
উপজেলা নির্বাহী অফিসার/প্রকল্প বাস্তবায়ন অফিসার
|
সেবা না পেলে কার কাছে যাবেন
|
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা/জেলা প্রশাসক
|
বিস্তারিত তথ্যের জন্য :
প্রয়োজনীয় ওয়েব সাইট : www.mopa.gov.bd