এবার
নেদারল্যান্ডসে পাবলিক স্পেসে পুরো মুখে বোরকা বা হিজাব পরা নিষিদ্ধ করেছে দেশটির সংসদের উচ্চকক্ষ সিনেট। এর
আগে ইউরোপীয় কয়েকটি দেশ যেমন- ডেনমার্ক, ফ্রান্স, বেলজিয়াম, লাতভিয়া, বুলগেরিয়ায় হিজাব পরা নিষিদ্ধ করা হয়।
নেদারল্যান্ডস
সংসদের নিম্নকক্ষে ২০১৬ সালে পুরো মুখে বোরকা পরা নিয়ে নিষেধাজ্ঞা আইন পাস হয়েছিল। পরে
মুখের পর্দা নিয়ে অনেক সাধারণ নিষেধাজ্ঞা থাকায় ওই আইন চালু করতে ব্যর্থ হন দেশটির আইনপ্রণেতারা।
ডাচ
স্বরাষ্ট্রমন্ত্রী
রোনাল্দ প্লাস্টারক দ্বারা পরিচালিত এ পর্দার বিল পাস হওয়ার আগে এটি নিয়ে দেশে অনেক বিতর্ক হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে জানা গেছে। এর
আগে ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুত্তে বলেন, এই উদ্যোগটি শুধুমাত্র নিরাপত্তার উদ্দেশ্যেই প্রবর্তন করা হয়েছিল।
নেদারল্যান্ডস
ছাড়াও, জার্মানির কয়েকটি প্রতিবেশী রাষ্ট্র গত কয়েক বছরে মুখ ঢেকে রাখা নিষিদ্ধ করেছে। বেলজিয়াম
২০১১ সালে মুখ ঢেকে রাখা নিষিদ্ধ করে। একই
বছর ফ্রান্সও পাবলিক প্লেসে এমন পর্দা নিষিদ্ধি করে।