নিজস্ব সংবাদদাতা
ফুলতলা(খুলনা)।। ফুলতলা থানা পুলিশ ১০০ টাকার ৩ খানা জাল নোট সহ মামুন সরদার (২৮) কে গতকাল বিকেলে গ্রেফতার করে। পুলিশ সুত্রে জানা যায়, গতকাল বিকেলে জামিরা বাজারে ফাতেমা বেগমের নিকট থেকে জাল টাকা দিয়ে মামুন সরদার আম ক্রয় করে। এ সময় ফাতেমা বেগমের সন্দেহ হলে পুলিশকে খবর দেয়। পরে থানার এস আই ইয়াসিন আলম চৌধুরী ঘটনা স্থলে গিয়ে ১০০ টাকার ৩ খানা জাল নোট ধৃত ব্যক্তির নিকট থেকে উদ্ধার করে। এ ব্যাপারে ফুলতলা থানায় ফাতেমা বেগম জং জবেদ আলী সাং জামিরা বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা করে। মামুন সরদার ধামালিয়া গ্রামের হক সরদারের পুত্র।