বাউফল প্রতিনিধি
পটুয়াখালীর বাউফল উপজেলার দক্ষিন কায়না সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহিদুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমান হওয়ায় তাকে বরখাস্ত করা হয়েছে। এ সংক্রান্ত গত সোমবার ৮ জুন বিভাগীয় শিক্ষা অফিস থেকে উপপরিচালক মাহবুব এলাহির সাক্ষরিত একটি চিঠি বাউফল শিক্ষা অফিসে ইমেইল যোগে আসে। জানাগেছে, প্রধান শিক্ষক সহিদুল ইসলামের বিরুদ্ধে বিদ্যালয়ে অনিয়মিত ও উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগের ভিত্তিতে জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা জামাল উদ্দিন খানের নেতৃত্বে একটি বিভাগীয় তদন্ত কমিটি করা হয়। কমিটি তদন্ত করে অভিযোগের সত্যতার ভিত্তিতে ৮ জুন থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।