দশমিনা প্রতিনিধি: পটুয়াখালীর দশমিনা ইউএনওর সিএর বিরুদ্ধে টোকেন বাণিজ্যের অভিযোগে বুধবার বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় দশমিনা ইউএনওর সিএ’র বিরুদ্ধে টোকেন বানিজ্যের অভিযোগ সংবাদ প্রকাশের পর গতকাল বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার পরিচালিত তদন্তে সত্যতা পাওয়ায় সার্টিফিকেট সহকারীর মো: শাহআলমের বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রস্তুতি সম্পন্ন। জানা যায়, উপজেলার বিভিন্ন হাট-বাজারের প্রায় ৯২টি হোটেল রেস্তোঁরায় খোলা খাদ্যের মনোন্নয়ন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা রক্ষায় উপজেলা নির্বাহী অফিসার পরিচালিত অভিযান শেষে সংশোধনের নির্দেশ দিয়ে পত্র প্রেরণ করলে ব্যবসায়ীদের থেকে প্রতিশ্রুতি পত্রে পৃথক পৃথক স্বাক্ষর করিয়ে ১ হাজার টাকা করে আদায় করে। ইউএনওর নাম ভাঙ্গিয়ে ব্যবসায়ীদের থেকে আদায়কৃত টাকা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নে কর্মরত ৫৪ জন গ্রাম পুলিদের সম্মানী ভাতা থেকে প্রতিমাসে ৫০ থেকে দুইশ’ টাকা আদায়ের অভিযোগ রয়েছে সিএ মো: শাহআলমের বিরুদ্ধে। এ ঘটনায় বুধবার বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় খবর প্রকাশিত হয়। প্রকাশিত খবরের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার গতকাল বৃহস্পতিবার ব্যবসায়ী ও গ্রাম পুলিশদের মধ্যে তদন্ত করলে সত্যতা পায়। এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার আজহারুল ইসলাম জানায়, সিএ মো: শাহআলমের বিষয়ে অভিযোগের সত্যতা পাওয়ায় তার বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।