দশমিনা প্রতিনিধি: পটুয়াখালীর দশমিনা ইউএনওর সিএর বিরুদ্ধে টোকেন বাণিজ্যের অভিযোগে বুধবার বিভিন্ন জাতীয় স্থানীয় পত্রিকায়  সংবাদ প্রকাশের পর গতকাল বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার পরিচালিত তদন্তে সত্যতা পাওয়ায় সার্টিফিকেট সহকারীর মো: শাহআলমের বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রস্তুতি সম্পন্ন। জানা যায়, উপজেলার বিভিন্ন হাট-বাজারের প্রায় ৯২টি হোটেল রেস্তোঁরায় খোলা খাদ্যের মনোন্নয়ন পরিষ্কার-পরিচ্ছন্নতা রক্ষায় উপজেলা নির্বাহী অফিসার পরিচালিত অভিযান শেষে সংশোধনের নির্দেশ দিয়ে পত্র প্রেরণ করলে ব্যবসায়ীদের থেকে প্রতিশ্রুতি পত্রে পৃথক পৃথক স্বাক্ষর করিয়ে হাজার টাকা করে আদায় করে। ইউএনওর নাম ভাঙ্গিয়ে ব্যবসায়ীদের থেকে আদায়কৃত টাকা উপজেলার বিভিন্ন ইউনিয়নে কর্মরত ৫৪ জন গ্রাম পুলিদের সম্মানী ভাতা থেকে প্রতিমাসে ৫০ থেকে দুইশটাকা আদায়ের অভিযোগ রয়েছে সিএ মো: শাহআলমের বিরুদ্ধে। ঘটনায় বুধবার বিভিন্ন জাতীয় স্থানীয় পত্রিকায় খবর প্রকাশিত হয়। প্রকাশিত খবরের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার গতকাল বৃহস্পতিবার ব্যবসায়ী গ্রাম পুলিশদের মধ্যে তদন্ত করলে সত্যতা পায়। ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার আজহারুল ইসলাম জানায়, সিএ মো: শাহআলমের বিষয়ে অভিযোগের সত্যতা পাওয়ায় তার বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
 
Top