ভারতের বিভিন্ন রাজ্যের ৩০ প্রতিযোগীকে হারিয়ে বছর মিস ইন্ডিয়া খেতাব জিতে নিয়েছেন তামিলনাড়ুর এক যুবতী তিনি এখন বলিউডের আলোচিত মুখ তিনি রাতারাতি বনে যাওয়া তারকা নাম তার অনুকৃতি ভাস
কে এই অনুকৃতি? তার বিষয়ে জানতে গুগলে চলছে অনুসন্ধান মুম্বাইয়ে গত মঙ্গলবার রাতে তারকাখচিত অনুষ্ঠানে মিস ইন্ডিয়া খেতাবজয়ী হিসেবে অনুকৃতির নাম ঘোষণা করা হয় ২০১৭ সালের মিস ওয়ার্ল্ড মানুষী চিল্লার অনুকৃতির মাথায় সেরার মুকুট পরিয়ে দেন
তামিলনাড়ুর মেয়ে অনুকৃতির বয়স ১৯ তিনি এখন ফ্রেঞ্চ ভাষায় চেন্নাইয়ের লোয়োলা কলেজে বিএ পড়ছেন উচ্চ মাধ্যমিক শেষ করেছেন তামিলনাড়ুর আর এসকে হাইয়ার সেকেন্ডারিতে
অনুকৃতি গাইতে নাচতে ভালোবাসেন তিনি একজন অ্যাথলেটও বাইকে চড়তে ভীষণ পছন্দ করেন অনুকৃতি মায়ের কাছেই বড় হয়েছেন তিনি তিনি মেয়ের কাছে সেরা মা এবং সেরা বন্ধুও অনুকৃতির মা চান ফ্রেঞ্চ ভাষা শিখে মেয়ে ভাষা রূপান্তরকারী হিসেবে আত্মপ্রকাশ করুক অনুকৃতি নিজে মডেল হতে চান ফটোগ্রাফিতেও ঝোঁক আছে তার

 
Top