নিজস্ব সংবাদ দাতা ফুলতলা (খুলনা)।। মৎস্য প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ চন্দ্র বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিষন-২০২১ এর মধ্যে বাংলাদেশের সমস্ত গ্রামের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে। ইতিমধ্যে বিদ্যুৎতের সুফল সাধারন জনগন ভোগ করছে। যাহা ইতিপুর্বে কোন সরকার দিতে পারেনি। বর্তমান সরকারের ভবিষ্যত পরিকল্পনা অনুযায়ী দেশের প্রত্যন্ত অঞ্চালের বিদ্যুৎ পৌঁছে দেওয়ার কাজ চলছে। গতকাল বিকাল ৩টায় ফুলতলা ইউনিয়ন .লীগের উদ্যোগে রাড়ীপাড়া এবং দক্ষিণডিহি গ্রামে ২৬টি পরিবারের মধ্যে পল্লী বিদ্যুৎতের সংযোগ লাইন উদ্বোধন কালে প্রধান অতিথির বক্ততায় তিনি কথা বলেন। এরপর মন্ত্রী ফুলতলা ইউনিয়নের মধ্যডাঙ্গা বেজেরডাঙ্গা গ্রামের প্রায় ৪৩টি পরিবারের মধ্যে এবং  ধোপাখোলা, ছাতিয়ানী গ্রামে ১১৪টি পরিবারের লাইন সংযোগ উদ্বোধন করেন।
 
Top