দশমিনা প্রতিনিধি: গতকাল সোমবার অনুষ্ঠিত পটুয়াখালীর দশমিনা উপজেলা পরিদষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা সদস্য হিসেবে নারগিস-নাসরিন বিজয়ী। জানা যায়, উপজেলার ২নং আসন (রণগোপালদি, আলীপুর, দশমিনা) থেকে একক মনোনয়ন জমা দিয়ে বিনা প্রতিদ্বন্দীতায় আওয়ামীলীগ মনোনীত মোসা: নারগিস পারভিন ও ১নং আসন (বেতাগী-সানকিপুর, বহরমপুর, বাঁশবাড়িয়া) থেকে বিদ্রহী আওয়ামীলীগ প্রার্থি মোসা: নাসরিন বেগম ১২ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দী আওয়ামীলীগ মনোনীত মোসা: রুচিয়া বেগমকে (ভোট-৫) পরাজিত করেন।