পটুয়াখালীর দশমিনা উপজেলা নির্বাহী অফিসার শুভ্রা দাস আজ মঙ্গলবার বিকালে উপজেলাস্থ্য খাল দখল মুক্ত করেন। 
গত বছরে দেশের বিভিন্ন প্রতিক্রায় প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে জনস্বর্থে মানবাধিকার সংগঠন বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলা) পক্ষে খাল অবমুক্ত করনে রিট দাখিল করেন আইনজীবী সাঈদ আহমেদ কবীর। ওই রিট শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি মো. মইনুল ইসলাম ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ দেশের সকল খাল অবমুক্ত করনের নির্দেশ দেন। রিট আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মিনহাজুল হক চৌধুরী ও সাঈদ আহমেদ কবীর। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুর্টি অ্যার্টনি জেনারেল মোতাহার হোসেন সাজু।
ওই নির্দেশের ধারাবাহিকতায় আজ মঙ্গলবার দশমিনা উপজেলার সবুজবাগ এলাকায় অবৈধভাবে নির্মাণ করা বাঁধ কেটে দখলমুক্ত করেন ইউএনও শুভ্রা দাস। এ সময় উপস্থিতি ছিলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান এড. ইকবাল মাহমুদ লিটনসহ স্থানীয় জনগণ।
 
Top